নীলফামারীতে দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত

নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল ও ভটভটির সংর্ঘষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন, আহত হন একজন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 10:30 AM
Updated : 26 Jan 2015, 10:30 AM

রোববার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীরহাট বটতলা এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার তিনপাই ডাঙ্গাপাড়া গ্রামের ফরতাজ আলী কালার ছেলে তুহিন ইসলাম জুয়েল (১৭) এবং হামুরহাট বালাপাড়ার গ্রামের রমেশ চন্দ্র সাধুর ছেলে ধ্রুব রায় (১৭)।

এরা দুজনই এবছর হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

আহত দুলু মিয়াকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দুলু মিয়া বলেন,  রাত সাড়ে ১১টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে কামারপুকুর থেকে সৈয়দপুর শহরে যাচ্ছিলেন। পথে হাজীরহাট বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল ও ধ্রুব নিহত হন।

“এলাকাবাসী আমাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে।”

সৈয়দপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে সোমবার সকালে হস্তান্তর  এবং ভডভটিটি আটক করা হয়েছে।