স্কুলের জায়গা নিয়ে বড়দের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রামের মাস্টারপুল খেজুরতলীতে একটি স্কুলের জায়গা দখল দিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 10:04 AM
Updated : 26 Jan 2015, 10:04 AM

গুলিবিদ্ধ ইমন হোসেন (১৩) বাকলিয়া থানার বউবাজার এলাকার মো. কবিরের ছেলে। সে নগরীর আন্দরকিল্লা এলাকার একটি ছাপাখানায় কাজ করত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১১টার দিকে খেজুরতলী এলাকায় 'দক্ষিণ-পশ্চিম বাকলিয়া স্কুলের' জায়গার দখল নিয়ে স্থানীয় ‘সন্ত্রাসী’ বাবুলের লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বাঁধে।

ওই স্কুলের জায়গা দখলের চেষ্টা করায় অনেকদিন ধরে বাবুল ও তার অনুসারীদের সঙ্গে এলাকাবাসীর দ্বন্দ্ব চলছিল।

ওসি বলেন, “এর জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে বাবুলের পক্ষের লোকজন ছড়রা গুলি ছুড়লে ইমনসহ কয়েকজন আহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, ঘটনার পর থেকেই বাবুল পলাতক। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বাকলিয়া থানাসহ নগরীর বিভিন্ন থানায় বেশকিছু মামলা রয়েছে।