সৈয়দপুরে পুড়ল ৫০টি কাপড়ের দোকান

নীলফামারীর সৈয়দপুরের একটি মার্কেটে আগুন লেগে প্রায় ৫০টি কাপড়ের দোকান পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 08:20 AM
Updated : 26 Jan 2015, 08:20 AM

এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ওয়াদুদ আলী জানান, রোববার গভীর রাতে শহরের পুরাতন কাপড়ের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও পাবর্তিপুর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাত আড়াইটার দিকে ওই মার্কেটের জুবায়ের গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

এতে ওই মার্কেটে শাড়ি, লুঙ্গি, থান কাপড় ও টেইলার্সের ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা ওয়াদুদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।