স্ত্রীর ‘প্রেমিককে’ খুন: স্বামীর যাবজ্জীবন

দশ বছর আগে স্ত্রীর ‘প্রেমিককে’ খুনের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 08:02 AM
Updated : 26 Jan 2015, 08:02 AM

নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত কামাল ফকির (৩৫) আটপাড়া উপজেলার মোহলহাট্টা গ্রামের বাসিন্দা।

কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। টাকা না দিলে কামালকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বিচারক মামলার তিন আসামিকে খালাস দিয়েছেন বলে জানান এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, মোহলহাট্টা গ্রামের কামাল ফকিরের স্ত্রী শেফালীর সঙ্গে স্থানীয় হাবিলের (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৫ সালের ২২ মার্চ রাত দেড়টার দিকে হাবিল গোপনে শেফালীর ঘরে ঢুকলে তার স্বামী কামাল কিরিচ দিয়ে হাবিলকে খুন করে।

নিহত হাবিলের ভাই রাবিল পরদিন চারজনকে আসামি করে আটপাড়া থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১০ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।