কাস্টমস দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 06:21 AM
Updated : 26 Jan 2015, 06:27 AM

বাংলাদেশ ডাক বিভাগ দশ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেট, দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী সেগুলো অবমুক্ত করেন বলে ডাক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, স্মারক ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে।

পরবর্তীতে অন্য জিপিও, প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘরে এই স্মারক ডাকটিকিট পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।