পূর্ব লন্ডনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় পূর্ব লন্ডনে সম্পন্ন হয়েছে সরস্বতী পূজা। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 03:56 PM
Updated : 25 Jan 2015, 03:56 PM

আয়োজকরা জানান, রাধাকৃষ্ণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার পূর্ব-লন্ডনের শ্রী গুরু রবিদাস কমিউনিটি সেন্টারে এ পূজা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সকল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে পূজা, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূজা ও হাতেখড়ি অনুষ্ঠান পরিচালনা করেন পূজারী বিধু ভূষণ গোস্বামী।

সকালের আয়োজনে ১০টায় ঘট স্থাপনের মাধ্যমে পূজা শুরু হয়। দুপুর ২টায় পূজা মণ্ডপে উপস্থিত ভক্তরা দেবীর চরণে পুস্পাঞ্জলি নিবেদন করেন। এরপর শিশুদের হাতেখড়ি দেওয়া হয়।

অঞ্জলি শেষে ভক্তরা উপোস ভেঙে প্রসাদ গ্রহণ করেন।

বিকালে মঙ্গল প্রদীপ জ্বেলে আরতি ও কীর্তন করা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয় দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে শিশু শিল্পীরা ভক্তিমূলক গান ও আবৃত্তি করে। এরপর সংগীত পরিবেশন করেন ইতালির রোম থেকে আসা সংগীত শিল্পী আমিন খান।

অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে নমিতা দে, নিশির দে, চঞ্চল দেব, কৃষ্ণা দেব , উত্তম দাশ ও দেবপ্রিয় দেব।