সেলিম ভূঁইয়া রিমান্ডে

বিএনপিপন্থি শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াকে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলার মামলায় ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 01:49 PM
Updated : 25 Jan 2015, 01:49 PM

শনিবার যাত্রাবাড়ী এলাকায় তার কলেজ থেকে গ্রেপ্তার সেলিম ভূঁইয়াকে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে নেয় পুলিশ।

পুলিশ জিজ্ঞাসাবাদের আবেদন জানালে হাকিম মোহাম্মদ মিজানুর রহমান ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

বিএনপি জোটের অবরোধের মধ্যে গত শুক্রবার রাতে যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা, যাতে ওই বাসটির ৩১ যাত্রী দগ্ধ হন।

এই ঘটনায় পুলিশের দায়ের করা তিনটি মামলায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়াকে আসামি করা হয়েছে।

সেলিম ভূঁইয়ার পক্ষে তার আইনজীবী বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন জানালেও তা নাকচ করেন বিচারক।

এই ঘটনার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। 

সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা এসআই উজির আলী জানান, তিনটি মামলার মধ্যে দুটির এজাহারে খালেদা জিয়ার নাম রয়েছে।

বিচারক আগামী ২৫ ফেব্রুয়ারি তিনটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।