ঈশ্বরদীতে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনার ঈশ্বরদী স্টেশনে একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 10:37 AM
Updated : 25 Jan 2015, 10:37 AM

রোববার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রেল পাকশী বিভাগের রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশনের মূল লাইনের বাইরের ইয়ার্ডে বগিগুলো ঘোরাতে গিয়ে লাইনের ত্রুটি জনিত কারণে এ দুর্ঘটনা ঘটে।

এতে রেল চলাচলে কোনো প্রভাব পড়েনি, বলেন তিনি।

ঘটনার পরপরই নিজস্ব উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

ডিআরএম মোশাররফ আরও জানান, এ ঘটনা তদন্তে তাৎক্ষণিক একটি কমিটি গঠন করো হয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাল বোঝাই গাড়ি সাধারণত ইয়ার্ডের মধ্যে চলাচলের সময় এ ঘটনা ঘটে।

রেল লাইনে ত্রুটি থাকলে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।