সমাধান হোক আলোচনায়, প্রত্যাশা সম্পাদকদের

আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধানে সরকারকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 10:14 AM
Updated : 25 Jan 2015, 02:40 PM

রোববার তথ্য মন্ত্রণালয়ে চলমান পরিস্থিতি নিয়ে সরকারের প্রভাবশালী চার মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করে সম্পাদকরা তাদের প্রত্যাশার কথা জানান।

দুই ঘণ্টার বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

“আমরা সবাই শান্তি চাই, অশান্তি চাই না। এই যে বিশৃঙ্খলা চলছে, অশান্তি চলছে, সন্ত্রাস চলছে- আমরা সবাই এটার বিরুদ্ধে।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের মধ্যে টেলিভিশন স্টেশনগুলোর মালিকদের সঙ্গে বৈঠকের পর সম্পাদকদের সঙ্গে বৈঠক বসেন পাঁচ মন্ত্রী।  

গোলাম সারওয়ার বলেন, “আমরা সবাই মনে করি এর (রাজনৈতিক সঙ্কট) রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সম্পাদকরা সমাধানের প্রস্তাব করেছি।

“আমরা মনে করি দেশ এভাবে চলতে পারে না, সমাধান হতেই হবে। মানুষ কতকাল এভাবে অসহায়ের মধ্যে থাকবে?”

বিএনপি সংলাপ চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, অবরোধে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা বন্ধ করতে হবে, ছাড়তে হবে জামায়াতে ইসলামীর সঙ্গ। 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা হয়েছে।

“আমরা সকলেই দেশের শান্তি চাই।...দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক, এ ব্যাপারে কোনো রাজনীতি নেই, কোনো মত নেই, দল নেই। সকলে এ ব্যাপারে আলোচনা করেছি।”

“এটা ঠিক আলাপ-আলোচনা... এগুলোর একটা পরিবেশ থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।”

চলমান সন্ত্রাস ও নাশকতা নিয়েও সম্পাদকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তোফায়েল।

তিনি বলেন, সন্ত্রাসের কথা অনেকেই বলেছেন, নাশকতার বিষয়ে অনেকে কথা বলেছেন আমরা এনিয়ে আলোচনা করেছি।

“সব থেকে বড় কথা এটা আমাদের সকলের দেশ...সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে ভলো রাখব। দেশ ভালো থাকুক, এটা আমাদের কামনা।”

বৈঠক শেষে কয়েক মিনিটের আনুষ্ঠানিক ব্রিফিং হলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সম্পাদকরা।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও তথ্য সচিব মরতুজা আহমেদ ছিলেন বৈঠকে।

সম্পাদকদের মধ্যে বৈঠকে ছিলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর, ডেইলি স্টার মাহফুজ আনাম, সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম প্রমুখ।