চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 10:01 AM
Updated : 25 Jan 2015, 01:48 PM

গ্রেপ্তার তারেক হোসাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি। তিনি সাতকানিয়া উপজেলার খন্দকার পাড়ার মো. ইছমাঈলের ছেলে।

নাশকতার উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে আসার পথে রোববার দুপুরে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক নিজের পরিচয় গোপন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

“পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে আসল পরিচয় প্রকাশ করেন তিনি।”

ওসি মহসিন বলেন, “জিজ্ঞাসাবাদে তারেক বলেছে, গ্রেপ্তার এড়াতে শহরের শিবির কর্মীদের গ্রামে আর গ্রামের শিবির কর্মীদের শহরে পাঠানো হচ্ছে।”

তারেকের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মহসিন।

এদিকে তারেককে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রামে হরতালের ঘোষণা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে ছাত্রশিবির।