ট্রাকে পেট্রোল বোমা, আগুন ছড়িয়ে পুড়ল চামড়ার আড়ত

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে ডাকা হরতালের আগের রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেট্রোল বোমা হামলায় চালের ট্রাক উল্টে আগুন ছড়িয়ে ১০টি চামড়ার আড়ত পুড়ে গেছে।   

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 09:22 AM
Updated : 25 Jan 2015, 09:22 AM

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার রাত ৯টার দিকে বেলপুকুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, অবরোধকারীরা ট্রাকটির দিকে পেট্রোল বোমা ছুড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে থাকা একটি চামড়ার আড়ত ভেঙে পড়ে যায়। এ সময় ওই আড়তে আগুন ধরে যায় এবং তা পাশের আরও নয়টি আড়তে ছড়িয়ে পড়ে।

রাজশাহীর সবচেয়ে বড় চামড়ার মোকাম হিসেবে পরিচিত ওই এলাকায় প্রায় অর্ধশত চামড়ার আড়ত রয়েছে।

পরিদর্শক হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেট্রোল বোমায় ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ট্রাকে থাকা সাড়ে ছয় লাখ টাকার চাল ও টিন শেডের আড়তগুলো পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।”  

তবে ট্রাকের চালক ও সহকারী নিরাপদে বেরিয়ে আসতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ট্রাক চালকের সহকারী শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বেলপুকুর সেতু পার হওয়ার পরপরই পেট্রোল বোমা ছুড়ে মারা হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি ঘরের ভেতর উল্টে পড়ে।  তার আগেই তারা লাফিয়ে রক্ষা পান। 

চাল বোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চারঘাট উপজেলার সারদায় যাচ্ছিল।