লক্ষ্মীপুরে পুড়ল ৭ দোকান, এটিএম বুথ

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে আগুন লেগে সাতটি দোকান ও একটি এটিএম বুথ পুড়ে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 09:00 AM
Updated : 25 Jan 2015, 09:00 AM

বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, রোববার ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল আলিম জানান, ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের উত্তর পাশে বাজারের সাতটি দোকানে আগুন লাগে। এছাড়াও ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ আগুনে পুড়ে যায়।

দুটি চালের আড়ৎ, গুদাম, কনফেকশনারি, রেস্তোরাঁ এবং মুদি ও ওষুধের দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

পুড়ে যাওয়া একটি দোকানের মালিক ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটওয়ারী বলেন, বাজারে তার দোকানঘর নিয়ে ‘একটি স্বার্থান্বেষী মহলের সঙ্গে’ বিরোধ ছিল। এর জেরেই তার দোকানে আগুন দেওয়া হতে পারে।

এর আগে ২০০৭ সালেও একবার এ বাজারে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে সদর থানার ওসি ইকবাল হোসেন বলেন, “আমরা অভিযোগ তদন্ত করে দেখব।”

তবে রোববার বেলা ১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।