মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নাগারায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 07:51 AM
Updated : 25 Jan 2015, 08:43 AM

মালয়েশিয়ায় বিএনপি নেতা প্রকৌশলী বাদলুর রহমান ও মাহবুব আলম শাহ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের ইমামতিতে কোকোর জানাজা হয়।

অর্থপাচারের মামলায় ছয় বছর কারাদণ্ডপ্রাপ্ত কোকো পালিয়ে থাকা অবস্থায় শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৪৫ বছর। 

পেনাং, পুত্রজায়া, জোহোর বারু, গ্যানটিং হাইল্যান্ডস, ক্যামেরন হাইল্যান্ডস, বুকিত বিন তানসহ বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। পরে তারা কোকোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কোকোর মামা শামীম এস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বরিশাল জেলা কমিটির সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সান্টু, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, আলী আজগর লবি প্রমুখ জানাজায় অংশ নেন।

পরে কোকোর কফিন মালয়া ইউনিভার্সিটি হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।

দেশে কোকোর মরদেহ কখন আসছে সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। তবে সোমবার রাতে কফিন দেশে আসতে পারে বলে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

ভাগ্নের মরদেহ আনার জন্য শনিবার রাতেই কয়েকজন আত্মীয়কে নিয়ে মালয়েশিয়া যান শামীম এস্কান্দার।

এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের ফটকের সামনে আরাফাত রহমান কোকোর স্মরণে একটি শোকবই রাখা হয়েছে।