বাসে পেট্রোল বোমা, ৩ শিবির কর্মীকে পিটুনি দিয়ে পুলিশে

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার সময় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাসহ তিন জনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2015, 09:54 AM
Updated : 24 Jan 2015, 11:34 AM

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান জানান, শনিবার বেলা ১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

এরা হলেন, ফতুল্লা থানা ছাত্রশিবির সভাপতি ও নবীনগর এলাকার মোহাম্মদ মোতালেব মিয়ার ছেলে শিহাব উদ্দিন (১৯), সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মান্নান গাজীর ছেলে শিবিরকর্মী আবু সাঈদ (৩৫) ও  ফতুল্লা রেলস্টেশন এলাকার আব্দুস সোবহানের ছেলে শিবিরকর্মী মাহমুদ (২৫)।

এদের তিনজনকেই নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গান পাউডার ও পাঁচটি পেট্রোল বোমা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকার ওই সড়কে ১০/১৫ জন নাশকতাকারী ঢাকাগামী দীঘিরপাড় পরিবহনের একটি বাসের গতিরোধ করে লাঠিসোটা দিয়ে ভাংচুরের পর পেট্রোল বোমা দিয়ে আগুন দিলে আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে যায়। এসময় আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তিন জনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।

তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও গান পাউডার উদ্ধার করা হয়।