ভারতীয় ভিসার আবেদন সরাসরি

ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা নয়, যে কোনো সময় সেন্টারে গিয়ে সরাসরি তা জমা দেওয়া যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 04:51 AM
Updated : 22 Jan 2015, 04:51 AM

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি) জানিয়েছে।

এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হত।

অবশ্য গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছিল। আর কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে।

এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হবে।

অনেকে অনলাইনে ফরম পূরণ করে তা জমা দেওয়ার তারিখ পাওয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ করায় প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় হাই কমিশন থেকে বলা হয়েছে।