নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবরোধের মধ্যে একের পর এক বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগে হতাহতের প্রেক্ষাপটে এসব হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2015, 10:43 AM
Updated : 18 Jan 2015, 11:03 AM

পুলিশ বাসে পেট্রোল বোমা হামলায় আহত কনস্টেবল শামীম মিয়াকে রোববার স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, “বোমাবাজ ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।”

‘নির্দলীয় সরকারের’ অধীনে আগাম নির্বাচনের দাবিতে গত ১৩ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজি চলছে। এ পর্যন্ত অন্তত ১৫ জন নাশকতার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ।

শনিবার রাতে রাজধানীর মৎস্য ভবনের কাছে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হলে শামীম মিয়াসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, চিকিৎসকদের কাছে শামীমের শারীরিক অবস্থার খোঁজ- খবর নিয়ে তার সুচিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনা প্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের মেয়ে ডা. শাহানাজকে দেখতে যান তিনি।