পাচারের পথে চট্টগ্রামে চারজনকে উদ্ধার, দালাল গ্রেপ্তার

চট্টগ্রামের নন্দনকানন এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য আনা চারজনকে উদ্ধার এবং এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 08:34 AM
Updated : 29 Dec 2014, 08:34 AM
রোববার রাত ২টার দিকে ওই এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে থেকে তাদের উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আব্দুর রউফ জানান।

গ্রেপ্তার হেলাল উদ্দিন (২৬) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারঢেইল গ্রামের বাসিন্দা।

উদ্ধার চারজন হলেন- সিরাজগঞ্জ জেলার কাউছার আলী (২১), মাজহারুল ইসলাম (১৯) ও ইসমাইল হোসেন (২৪) এবং নড়াইল জেলার আহাদ মোল্লা (৩২)।

সহকারী কমিশনার রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগর পথে পাচারের উদ্দেশ্যে গভীর রাতে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য তাদের ওই এলাকায় জড়ো করা হয়।

“গ্রেপ্তার হেলাল চারজনের কাছ থেকে কোনো টাকা নেননি বলে দাবি করেছেন। মালয়েশিয়ায় পৌঁছানোর পর তাদের টাকা দেওয়ার কথা ছিল।”

কোতায়ালি থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ও নড়াইল জেলায় নিজের চক্রের লোকদের দিয়ে ওই চারজনকে প্রলুব্ধ করে হেলাল কয়েকদিন আগে নগরীতে নিয়ে আসেন। 

কক্সবাজারে নেওয়ার জন্য গাড়ি ঠিক করার কথা বলে তাদের জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি।