নৌমন্ত্রীকে ১২ ঘণ্টা মাঝপদ্মায় আটকে রাখল কুয়াশা

ঘন কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে ১২ ঘণ্টার বেশি সময় পদ্মায় আটকে থাকতে হলো খোদ নৌমন্ত্রী শাজাহান খানকে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 06:07 PM
Updated : 29 Dec 2014, 06:36 AM

ঘন কুয়াশার কারণে এ নৌপথে রোববার রাত সাড়ে ১০টা থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত প্রায় সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থকে।

মাদারীপুরের সাংসদ শাজাহান খান তার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রোববার রাত ১০টায় কাওড়াকান্দির ১ নম্বর ঘাট থেকে গাড়ি নিয়ে ফেরি কাকলীতে ওঠেন।

বিআইডব্লিওটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, মন্ত্রীকে বহনকারী ফেরিটি নৌপথে প্রায় দেড় কিলোমিটার এগিয়ে রাত সাড়ে ১০টার দিকে শীবচরের বাংলাবাজার এলাকায় পৌঁছায়।

এ সময় ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় এবং নদী পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না যাওয়ায় কাকলীসহ দুই ঘাটে আসা-যাওয়া করা ১০টি ফেরি নদীতে নোঙর করে রাখা হয়। এ সময় মন্ত্রীকে বহনকারী ফেরির নিরাপত্তা জোরদার করা হয় বলে রুহুল আমিন জানান।

সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়। এরপর মন্ত্রীও শিমুলিয়া ঘাটে পৌঁছান বলে ঘাট কর্মকর্তারা জানান।