বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্রের শাস্তি

রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধর করায় ১৬ ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 05:20 PM
Updated : 28 Dec 2014, 05:20 PM

রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে রোববার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ১৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করলেও তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।

তিনি বলেন, হামলা-ভাংচুর ও মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও পর্যালোচনা কমিটির প্রতিবেদন এবং সুপারিশের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ জনের মধ্যে ৩ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৪ জনকে ২ বছর করে এবং ৯ জনকে ১ বছর করে বহিষ্কার করা হয়েছে।

ওই সিন্ডিকেট সদস্যের তথ্য অনুযায়ী, আজীবন বহিষ্কৃতরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের এনামুল হক মনি, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আল মামুন ও অর্থনীতি তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম।

গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারধর করে একদল ছাত্র।

এঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজীবন বহিষ্কৃত সাইদুল ওই মামলার আসামি। তাকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে ছাড়া পান তিনি।