প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অনুদান

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য দেড় কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 04:47 PM
Updated : 28 Dec 2014, 04:47 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড’র সভাপতি শেখ আবদুস সালামের হাতে দেড় কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এসময় সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান উপস্থিত ছিলেন।

এই দেড় কোটি টাকা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), এক্সিম ব্যাংক ও প্রাইম ব্যাংক।

এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৩ হাজার কম্বল দিয়েছে নয়টি ব্যাংক ও একটি মেডিকেল কলেজের চেয়ারম্যান।

নয়টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৬৩ হাজার কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

ব্যাংকগুলো হল-এক্সিম ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক।

এছাড়া প্রধানমন্ত্রীর কাছে আরো ১০ হাজার কম্বল হস্তান্তর করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।