মিন্টুকে আপাতত গ্রেপ্তার নয়: আদালত

সাংসদ ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টুকে আপাতত গ্রেপ্তার না করার আদেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 09:17 AM
Updated : 28 Dec 2014, 10:30 AM

বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. বদিউজ্জামানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

সকালে এই বেঞ্চে মিন্টুর আগাম জামিনের আবেদন উপস্থাপন করেন আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান শুনানির জন্য সময় চান।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে এ বিষয়ে শুনানি করতে আসবেন। কিন্তু তার আগেই মিন্টুকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তার আইনজীবী জয়নুল।

আসামিপক্ষের আইনজীবী মো. এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত আমাদের মক্কেলকে গ্রেপ্তার বা হয়রানি না করতে আদালত মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুর রহমানও বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিষয়টি শুধু এ মামলার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার করতে আইনগত বাধা নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শুনানির জন্য একদিন সময় চেয়েছি।”

খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ এবং সাংসদ ছবি বিশ্বাসের উপর হামলা ও তার গাড়ি পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটে।

ওই রাতেই ছবি বিশ্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করে পুলিশ, যাতে মিন্টুসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়।