ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে রাতভর যানজট

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে কয়েকটি দুর্ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ সড়কপথের বঙ্গবন্ধু সেতু এলাকায় রাতভর যানজট চলে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 07:59 AM
Updated : 28 Dec 2014, 07:59 AM
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত সেতুর পশ্চিমপাড় মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১০/১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কুয়াশা কাটতে শুরু করলে সকাল ৮টার দিক থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।

সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের ট্রাফিক কন্ট্রোল বিভাগের দায়িত্বপ্রাপ্ত পেট্রলম্যান মাসুদ খন্দকার

জানান, মধ্যরাতে কুয়াশার মধ্যে সেতুর ওপরে ও পূর্বপাড় এলাকায় বাস-ট্রাকসহ প্রায় ১০টি যানবাহন একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়।

"এসব ঘটনায় যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তা আটকে যায় এবং যানজট তৈরি হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।"

যানজটের কারণে সকালে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বেশ কিছু যানবাহনকে সিরাজগঞ্জ শহর হয়ে বিকল্প পথে সেতু পারাপার হতে দেখা যায় বলে জানান তিনি।

সেতুর ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ঘন কুয়াশায় চালকদের অসচেতনা ও অদক্ষতার কারণে যানবাহনগুলো দুর্ঘটনায় পড়ে।

সেতু কর্তৃপক্ষের হাতে মাত্র একটি রেকার থাকায় পরিস্থিতি সামাল দিতে সারারাত লেগে যায় বলে জানান তিনি।