নয় ঘণ্টা পর ফেরি পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া পথে ৯ ঘণ্টা পদ্মা পারাপার বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 05:09 AM
Updated : 28 Dec 2014, 05:09 AM

ফাইল ছবি

এর মধ্যে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পথে পারাপার বন্ধ হয়ে যায় শনিবার রাত ১১টায়। কুয়াশা কাটতে শুরু করলে রোববার সকাল ৮টায় পারাপার শুরু হয়।

আর দৌলতদিয়া-পাটুরিয়া পথে পারাপার শনিবার রাত ১০টায় বন্ধ হওয়ার পর তা চালু হয় সকাল ৭টার দিকে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম এবং শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানান।

তারা জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে কাছের বস্তুও ভালো করে দেখা যাচ্ছিল না। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় দুই পথে যানবাহন ও যাত্রী নিয়ে পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। চার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় হাজারখানেক যানবাহন।

সকালে পারাপার শুরু হওয়ার পর যানবাহনের দীর্ঘ সারি কমাতে দুই পথেই সবক’টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে পারাপার শুরু করে বলে ঘাট কর্মকর্তারা জানান।