ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে জিহাদের বাবার মামলা

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও রেলের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 03:32 AM
Updated : 28 Dec 2014, 06:55 AM

মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর এর মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

শাহজাহানপুর থানার উপ পরিদর্শক মাসুদ রানা জানান, শনিবার রাত ১টার দিকে জিহাদের বাবা নাসির ফকির এ মামলা দায়ের করেন। ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় এ মামলায় আসামিদের ‘দায়িত্বে অবেহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ করা হয়েছে।

শুক্রবার বিকালে রেল কলোনির পরিত্যক্ত ওই গভীর নলকূপের পাইপে জিহাদ পড়ে যাওয়ার পর রাতেই ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। আর পাশেই নতুন গভীর নলকূপ স্থাপন প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়।

২৩ ঘণ্টা পর শনিবার বিকালে ওই পাইপ থেকে জিহাদকে তুলে আনা সম্ভব হলেও চিকিৎসকরা জানান, বেশ কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।