চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 02:39 PM
Updated : 27 Dec 2014, 02:39 PM

শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা খালেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ সদস্যের চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দলটিকে বাংলাদেশে স্বাগত জানান।

গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। তার প্রেক্ষিতেই ওয়াং ই এই সফর করছেন। তাছাড়া আগামী বছরে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ৪০ বছর পূর্তি হতে চলেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর চলতি সফরে তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর সফরের প্রেক্সিতেই তিনি এই সফর করছেন। আগামী বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উৎসবে আমরা চীনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সফর আশা করছি।”  

গত নভেম্বরে রাষ্ট্রপতি আবদুল হামিদও চীন সফর করেছেন।

রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ওয়াং লির নেতৃত্বাধীন দলটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এছাড়া চলতি সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

২৯ ডিসেম্বর চীনা প্রতিনিধি দলটির বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।