৭ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল

কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার পুনরায় শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 03:06 AM
Updated : 27 Dec 2014, 03:06 AM

ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১০টায় এই নৌ পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

কুয়াশা কেটে যাওয়ায় শনিবার ভোর ৫টা থেকে ফেরি পারাপার পুনরায় শুরু হয়েছে বলে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছেন।

কয়েকটি ফেরি মাঝনদীতে নোঙর করেছিল, ভোরে কুয়াশা কেটে যাওয়ার পর সেগুলো গন্তব্যে রওনা হয়।

ফাইল ছবি

সাত ঘণ্টা পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় প্রান্তেই কয়েকশ’ গাড়ির জট লেগেছে।

তবে এখন ১৫টি ফেরি দিয়ে পুরোদমে যানবাহন পারাপার চলছে বলে জানান শফিকুল।

দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় তীব্র শীতে যানবাহনগুলোর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।