রেলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

রাজধানীর শাহজাহানপুরের পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে শিশু পড়ে যাওয়ার ঘটনায় রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 05:10 PM
Updated : 27 Dec 2014, 02:56 AM

তিনি ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

এছাড়া নতুন গভীর নলকূপ স্থাপনে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর হাউসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন শুক্রবার রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেল মহাপরিচালক বলেন, “সেখানে একটি নতুন ডিপ টিউবওয়েল করা হচ্ছিল। কিন্তু পুরনো ডিপ টিউবওয়েলের মুখ বন্ধ না করেই তারা কাজ করছিল। অথচ এ ধরনের কাজ করার সময় পরিত্যক্ত নলকূপের মুখ ঝালাই করে বন্ধ করার নিয়ম রয়েছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে কোনো আইনগত ব্যবস্থায় যাওয়া হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কালো তালিকাভুক্ত করায় এই প্রতিষ্ঠান ভবিষ্যতে রেলের কোনো কাজ পাবে না, আইনগত ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনি মাঠের পাশে একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে আটকা পড়া চার বছর বয়সী শিশু জিহাদকে উদ্ধারে সারারাত রুদ্ধশ্বাস অভিযান চলে।