বেশি ওজনের যান চলায় রাস্তা নষ্ট হচ্ছে: কাদের

নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি ওজনের মালবোঝাই গাড়ি চলাচল করার কারণে রাস্তা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 02:21 PM
Updated : 26 Dec 2014, 02:21 PM

শুক্রবার ঠাকুরগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মহাসড়কে ৪০/৫০ টন পণ্যবাহী যান চলাচল করছে বলে তিনি দাবি করেন।

বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে।

মহাসড়কে এসব যানবাহন যাতে চলতে না পারে সেদিকে তাদের নজর রাখতে বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, যোগাযোগের ক্ষেত্রে উত্তরাঞ্চল অনেক এগিয়ে রয়েছে, কিন্তু শিল্পের দিক থেকে পিছিয়ে রয়েছে।

“শিল্পের দিকে এখন নজর দেব। বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন।”

বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের সময় জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জেলা ও পুলিশ প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে ঠাকুরগাঁওয়ে ছিলেন সড়ক বিভাগ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ঠাকুরগাঁও জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।