মামলা নিষ্পত্তি হলে নিয়োগ: রেলমন্ত্রী

উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় রেলের শূন্যপদে নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 01:21 PM
Updated : 26 Dec 2014, 01:21 PM

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শনকালে ফেনী রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মামলা নিষ্পত্তি হলে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে বলেও মন্ত্রী এ সময় জানান।

মুজিবুল হক আরও বলেন, সরকার রেলওয়ের উন্নয়নে ছোট-বড় ৪১টি প্রকল্প গ্রহণ করেছে। লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইন প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে প্রধানমন্ত্রী নতুন এ  লাইনের উদ্বোধন করবেন।

এ সময় ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।