প্রাধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষের সঙ্গে এক ছাত্রের অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 12:52 PM
Updated : 26 Dec 2014, 12:52 PM

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিশ্বনাথ শিকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুহম্মদ হাফিজ নামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির প্রভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলের ২০৬ নম্বর কক্ষে দুই সিট নিয়ে একা থাকছেন।

বৃহস্পতিবার রাতে হলের উত্তর ব্লক থেকে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগের ছয়টি রাউটার চুরি হয়।

এ নিয়ে হল তিনিসহ (প্রাধ্যক্ষ) আবাসিক শিক্ষকরা পুলিশ নিয়ে শুক্রবার দুপুরে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করেন।

তিনি বলেন, হলের দ্বিতীয় তলার পশ্চিম-দক্ষিণ ব্লকে ২০৬ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে ‘ছাত্রলীগকর্মী’ হাফিজ তাদের বাধা দেন।

এ সময় প্রাধ্যক্ষ বাধা না মানলে হাফিজ চাপাতি নিয়ে তাকে মারতে আসেন।

পরে হলের আবাসিক শিক্ষক ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে থামান।

প্রাধ্যক্ষ বিশ্বনাথ শিকদার আরও জানান, হাফিজ তার কাছে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। তবে হলে অনাবাসিক ছাত্র হওয়ায় তার পরিচয়পত্রটি অফিসে রেখে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ করবেন বলেও জানান তিনি।

মুহম্মদ হাফিজ বিষয়টি অস্বীকার করে বলেন, তার কক্ষ তল্লাশি করতে দিতে না চাওয়ায় হলের প্রাধ্যক্ষ অনেক শিক্ষার্থীর সামনে তাকে ধাক্কা মারেন।

চাপাতি নিয়ে তাকে মারতে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি।

প্রাধ্যক্ষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, “যেহেতু তিনি আমার  পরিচয়পত্রটি রেখে দিয়েছিলেন, তাই তার কাছে পরিচয়পত্রটি চাইতে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, তার সঙ্গে হল প্রাধ্যক্ষের কথা হয়েছে। কিন্তু তিনি চাপাতি দিয়ে মারতে যাওয়ার বিষয়টি বলেননি।