বরিশালে বিএনপির মিছিল পণ্ড, আটক ৩

বরিশাল শহরে বিএনপি নেতাকর্মীদের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 10:08 AM
Updated : 26 Dec 2014, 10:08 AM

কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার দুপুরে এ ঘটনার পর বিএনপি সমর্থকরা যানবাহনে ভাংচুর চারিয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতারা দলীয় কার্যালয়ে শুধু সমাবেশ করার কথা পুলিশকে জানিয়েছিল।

কিন্তু সমাবেশ শেষে তারা মিছিল বের করতে চাইলে জনগণের যানমালের নিরাপত্তার স্বার্থে তাদের বাধা দেওয়া হয়।

তারা বাধা উপেক্ষা করে সদর রোড ও গীর্জা মহল্লা এলাকায় বিচ্ছিন্নভাবে মিছিল করে এবং একটি ইজিবাইকসহ তিনটি গাড়িতে ভাংচুর চালায়।

আটকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানায়নি পুলিশ।

এদিকে বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিন আগে ঢাকায় চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের কাছে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।

এক পর্যায়ে কোনো উসকানি ছাড়াই পুলিশ লাঠিপেটা করে এবং তিনজনকে আটক করে বলে অভিযোগ করেন বিএনপি নেতা এবায়দুল।