বাগেরহাটে প্রতিমা ভাংচুর, যুবক গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সেবাশ্রমে প্রতিমা ভাংচুরের পর এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 09:46 AM
Updated : 26 Dec 2014, 09:46 AM

শুক্রবার ভোরে আটক সোহাগ শরীফ (৩০) উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের রুস্তুম শরীফের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ভোরে খারুইখালী সার্বজনীন সেবাশ্রম ও যতীন্দ্র স্মৃতি সংঘের চারটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

"সেবাশ্রমের দূর্গা প্রতিমার মাথা, লক্ষ্মী প্রতিমার মুখ, গণেশের সুঁর এবং অসুরের বাম হাত ভেঙে ফেলা হয়েছে।"

ভাঙার সময় গ্রামবাসীর হাতে আটক সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

সেবাশ্রমের সভাপতি দ্বিজেন্দ্র নাথ হালদার বলেন, ভোর ৫টার দিকে ভাংচুরের শব্দ পেয়ে আশপাশের বাড়িঘরের লোকজন ঘুম থেকে উঠে সেবাশ্রমে যায়। এ সময় সোহাগকে আশ্রমের প্রতিমা ভাংচুর করতে দেখেন তারা।

"সেবাশ্রমের কাঠের দরজা ভেঙে ওই যুবক ভিতরে ঢোকে। মানুষজন সেখানে পৌঁছার আগেই চারটি প্রতিমা ভাংচুর করে।"

এ সময়ে সোহাগের সঙ্গে আর কেউ ছিল কিনা স্থানীয়রা তা দেখেনি বলে তিনি জানান।

মোরেলগঞ্জের ওসি রফিকুল বলেন, প্রতিমা ভাংচুরে ঘটনায় সোহাগের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।