সরাইলে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি গ্রামীণ মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 09:27 AM
Updated : 26 Dec 2014, 09:27 AM

সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, শুক্রবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত রামপুর ব্রিজ থেকে জিলানী পাম্প পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় তিন কিলোমিটার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাজপুরে ‘রাজা মারিয়াকান্দি’ নামে মেলাটি শুরু হতে আরও কয়েকদিন বাকি।

কিন্তু দুপুরে জুমার নামাজের পর মেলা আয়োজনের পক্ষ ও বিপক্ষের লোকেরা শাহবাজপুর বাজার এলাকায় সমাবেশ ডাকলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

“তাই এলাকার আইনশৃংখলা রক্ষার স্বার্থে দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে,” বলেন ইউএনও।

অভিযোগ উঠেছে মেলার নামে সেখানে জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে, তাই স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা এর বিরোধিতা করছেন।

বিরোধীপক্ষের নেতৃত্বে রয়েছেন শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিবুর রহমান রাজিব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে মেলায় যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়া হবে। এতে এলাকার যুবকদের নৈতিক স্খলন ঘটবে। তাই আমরা আয়োজন করতে দিতে চাই না।”

অন্যদিকে, অভিযোগ নাকচ করে মেলার আয়োজক ব্যবসায়ী আবদুর রহমান শরীফ বলেন, “আমরা আবহমান গ্রাম বাংলার মেলা উদযাপন করতে চাই।”