চট্টগ্রামে ইয়াবা চক্রের ‘হোতা’ গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহর ও খুলশীর দুটি বাড়িতে অভিযান চালিয়ে দুই লাখের বেশি ইয়াবা ও অস্ত্রসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 06:13 AM
Updated : 26 Dec 2014, 09:43 AM

ফাইল ছবি

র‌্যাব বলছে, গ্রেপ্তারদের মধ্যে জাহিদুল ইসলাম আলো দেশে ইয়াবা ব্যবসা ও পাচার চক্রের অন্যতম 'হোতা'। বাকি পাঁচজন তার সহযোগী।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই দুই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় দুই লাখ ২১ হাজার ৫৩১টি ইয়াবা, ইয়াবা বিক্রির ১৮ লাখ ৯৯ হাজার ৫৫ টাকা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, বেশকিছু পিস্তলের গুলি, একটি মোটরবাইক, একটি টয়োটা গাড়ি, ইয়াবা পাচারে ব্যবহার করার জন্য মোটর গাড়ির ৩৭টি ইঞ্জিন ও যন্ত্রাংশ, তিনটি মোবাইল ফোন, আটটি ল্যাপটপ, ব্যাংকের তিনটি চেক বই এবং ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৭ ও ঢাকা থেকে আসা র‌্যাবের একটি গোয়েন্দা দল যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

তবে জাহিদুল ইসলাম আলোর বাকি পাঁচ সহযোগীর নাম র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।