সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে তার শ্বশুর বাড়িতে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 05:55 AM
Updated : 26 Dec 2014, 05:55 AM

নিহতের নাম মারুফা আক্তার নিশা। তার স্বজনদের দাবি- এটি হত্যাকাণ্ড।

নিশার স্বামী আব্দুল মমিন ঘটনার পর থেকেই পলাতক।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে মমিনের বাড়ি থেকে নিশার লাশ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে নিশা সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। চলতি বছর মার্চ মাসে নিশা ও মমিনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই মমিন যৌতুকের জন্য নিশাকে চাপ দিয়ে আসছিল বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন নিহতের বাবার বাড়ির লোকজন।

তাদের ধারণা, যৌতুকের কারণেই বৃহস্পতিবার রাতে নিশাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় মমিন।

ওসি হাবিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”