রাজশাহীতে অপহৃত শিশুর খণ্ডিত লাশ উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে অপহৃত হওয়ার ছয় দিন পর ১০ বছর বয়সী এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 04:22 AM
Updated : 26 Dec 2014, 04:22 AM

মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, শুক্রবার সকালে বেড়াবাড়ি গ্রামের বেড়াবাড়ি ডাইংপাড়া মাঠে লাশটি পাওয়া যায়।   

নিহত ফজলে হোসেন রাব্বী স্থানীয় আলী হোসেনের ছেলে। বেড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার সে তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছিল।

ওসি বলেন, “মাথা বিচ্ছিন্ন করে তার দেহ জমিতে সেচের নালার মধ্যে পুঁতে রাখা হয়েছিল। আর মাথা পাওয়া গেছে কিছু দূরে। এখনও একটি হাত পাওয়া যায়নি।”

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করার পর একজনের স্বীকারোক্তির ভিত্তিতে লাশটি পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।   

আটকদের মধ্যে তিনজন হলেন- ওই গ্রামের আমিনুল (৩০) ও শাহাবুদ্দিন (২৮) ও পবা উপজেলার বাগধানি গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৮)। বাকি দুজনের পরিচয় জানায়নি পুলিশ।

ওসি হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে রাব্বীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুদিন পর আমিনুল রাব্বীর বাবা আলী হোসেনকে ফোন করেন এবং অপহরণের কথা বলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

আলী হোসেন বিষয়টি থানায় জানালে পুলিশ বুধবার বিকালে আমিনুল, শাহাবুদ্দিন ও জাহাঙ্গীরকে আটক করে।

এদের মধ্যে আমিনুলের স্বীকারোক্তি অনুযায়ী ওই মাঠ থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পরপরই বাকি দুজনকে আটক করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি হামিদ জানান।