এক রাতে কেটে নেওয়া হল কলেজের ১১ গাছ

রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি পুড়াপুকুর এলাকায় কবি কাজী নজরুল ইসলাম কলেজের ১১টি কড়ই গাছ রাতের আঁধারে কেনে নেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 07:20 PM
Updated : 25 Dec 2014, 07:20 PM

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তিনজনকে আসামি করে মতিহার থানায় মামলা করতে চাইলেও পুলিশ তা জিডি হিসেবে নিয়েছে।

১৯৯৯ সালে কলেজের প্রাচীরের ভেতরে ১৩টি গাছ লাগানো হয়। তার মধ্যে ১১টি বুধবার রাতে কেটে নেওয়া হয়।

ওই কলেজের ১০ শতাংশ জমি নিয়ে স্থানীয় হারুন অর রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে, যা নিয়ে আদালতে মামলা চলছে বলে পুলিশ জানিয়েছে।

কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের করা অভিযোগে হারুন ও তার দুই ছেলে এরশাদ ও সেলিমকে অভিযুক্ত করা হয়েছে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিডির আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। সেজন্য আগামী রোববার আদালতে আবেদন করা হবে।

তবে অধ্যক্ষের অভিযোগ, হারুনের ছেলে সেলিম রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতা হওয়ার কারণে পুলিশ সরাসরি মামলা নেয়নি।

গাছ কাটার সময় হারুন ও তার দুই ছেলেকে দেখার কথা কলেজের পাহারাদার দেখেছেন বলে অধ্যক্ষ জানান।

তিনি বলেন, সম্প্রতি হারুন কলেজের ভেতরের ১০ শতাংশ জমি দাবি করে আদালতে মামলা করেন। এর পর থেকে ওই জমি দখলের জন্য তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে।