চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 02:18 PM
Updated : 25 Dec 2014, 02:18 PM

বৃহস্পতিবার বিকালে নিহত মশিউর রহমান (৩৫) উপজেলার হরিহরনগর গ্রামের প্রয়াত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।

আহত জামাল হোসেন (২৮) একই গ্রামের রবিউল মন্ডলের ছেলে  এবং আব্দুল আজিজ (২৫) স্থানীয় নজু বিশ্বাসের ছেলে। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে হরিহরনগর গ্রামের তিন কৃষক সীমান্ত সংলগ্ন হরিহরনগর গ্রামের  জমিতে কাজ করছিলেন।

এ সময় পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যের গুলিতে ওই তিন কৃষক আহত হন। গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মশিউরের মৃত্যু হয়।

কর্নেল মনিরুজ্জামান আরও জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।