চট্টগ্রামে শাহাদাতের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের নিন্দা

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 12:32 PM
Updated : 25 Dec 2014, 12:32 PM

বৃহস্পতিবার বিকালে আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিমের পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে আমীর খসরু বলেন, আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা দখলে রাখতে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগকে দিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

“তারই সর্বশেষ নমুনা ডা. শাহাদাতের বাসভবনের সামনে বোমা হামলা। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র সন্ত্রাস আর প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে।”

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু বলেন, সারাদেশে দখল আর টেন্ডারবাজির সাথে ছাত্রলীগ-যুবলীগের নাম জড়িয়ে আছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নিচ্ছেই না বরং প্রশাসন তাদের সহযোগিতা করছে।

দেশে চরম অরাজক অবস্থা বিরাজ করছে দাবি করে আমীর খসরু ওই বোমা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেন।

বুধবার রাতে নগরীর বাদশা মিয়া সড়কে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেনের বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এসময় ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা ডা. শাহাদাত বাসায় ছিলেন না। এ ঘটনার জন্য শাহাদাত আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেন।