বাগেরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৬

বাগেরহাটের চিতলমারী থেকে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 09:49 AM
Updated : 25 Dec 2014, 10:07 AM

চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা সবাই বিভিন্ন মামলার পরোয়ানভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদের মধ্যে দুলাল সিকদার (৫০) নামে একজন ১৯৯৪ সালে চিতলমারীর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়ার পর থেকে পলাতক ছিলেন। তিনি উপজেলার বড়গুনি গ্রামের রশিদ সিকদারের ছেলে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বড়গুনি গ্রামের হরমুজ মোল্লা (৫০), শান্তিখালী গ্রামের আখের শেখ (৪২), চিংগুড়ি গ্রামের ইমরান মোল্লা (৪০), শফিক শেখ (২৭), লিয়াকত মোল্লা (৫০), আবুল হোসেন মোল্লা (২৩), আবুল কালাম আজাদ (২২), ইসরাল মোল্লা (৪০), হাসান বিশ্বাস (২৪), ইব্রাহিম বিশ্বাস (১৯), সফিক মোল্লা (২৩), মচন্দপুর গ্রামের জাহিদ গাজী (৩৮), শৈলদহ গ্রামের খবির সিকদার (৪৫) ও ডোবাতলা গ্রামের নবীর শেখ (৪৫)। একজনের নাম জানা যায়নি।