বেতন না পেয়ে মোহাম্মদপুরে সড়ক অবরোধ

বার বার তারিখ দিয়েও মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে আজিম গার্মেন্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 09:01 AM
Updated : 25 Dec 2014, 09:01 AM

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কয়েকশ শ্রমিক মোহাম্মদপুর বাসস্টান্ড সংলগ্ন আল্লাহকরিম মসজিদের পেছনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে শেরেবাংলা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘণ্টাখানেক পর পুলিশ তাদের বুঝিয়ে কারখানার ভেতরে পাঠিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।

মোহাম্মদপুর বাসস্টান্ডের পাশেই ওই কারখানায় গত দুইমাস ধরে বেতন দেওয়া হচ্ছে না বলে আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ।

লিমা আক্তার নামের এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিকপক্ষ বেতন দেওয়ার জন্য দুই দফা তারিখ দিলেও পরে এড়িয়ে যায়।

বৃহস্পতিবারও বেতন পরিশোধের কথা বলা হয়েছিল জানিয়ে লিমা বলেন, “সকাল থেকে আমরা এসে বসে আছি। দুপুর পর্যন্ত মালিকপক্ষের কারো সাড়া নাই।”

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, “বড় কোনো বিশৃঙ্খলা ঘটেনি। পুলিশ মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছে।”