চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাতের বাড়ির সামনে বিস্ফোরণ

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাড়ির সামনে বুধবার রাতে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 06:45 PM
Updated : 24 Dec 2014, 06:45 PM

বিস্ফোরণের সময় নগরীর বাদশা মিয়া রোডের ওই বাসায় শাহাদাত ছিলেন না। আর এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের স্লোগান দিয়ে এক দল যুবক পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

যে ভবনের সামনে বিস্ফোরণ ঘটানো হয়, তার তৃতীয় তলায় থাকেন নগর বিএনপির সাধারণ সম্পাদক।

শাহাদাত এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে এই ধরনের সংস্কৃতি ছিল না। এখন আওয়ামী লীগ তা চালু করছে।”

ঢাকায় সংঘর্ষের ঘটনায় দুপুরেই নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন শাহাদাত। এরপর রাতেই তার বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটল।

তবে এই খবরটি পুলিশ পায়নি বলে চকবাজার থানার ওসি আতিক আহমেদের সঙ্গে কথা বলে জানা যায়। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন।