সরকার বিরোধী প্রচারপত্রসহ আটক ৪

কিশোরগঞ্জ শহরে সরকার বিরোধী প্রচারপত্র ছাপানোর অভিযোগে ছাপাখানা মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 02:45 PM
Updated : 24 Dec 2014, 02:45 PM
বুধবার দুপুরে কিশোর বুক হাউস অ্যান্ড প্রিন্টিং প্রেসে অভিযান শেষে সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ।

আটকরা হলেন, ছাপাখানা মালিক ও স্থানীয় ‘দৈনিক সারাদিন’ পত্রিকার সম্পাদক কামরুল আনাম, স্টাফ রিপোর্টার ইমরান হোসেন এবং ছাপাখানার দুই কর্মচারী খোকন মিয়া ও বারিক মিয়া।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছাপাখানাটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, ছাপাখানাটিতে ‘শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি পরিষদ’ এর ব্যানারে প্রচারপত্র (হ্যান্ডবিল) ছাপানো হচ্ছিল। প্রচারপত্রে কাদের মোল্লাকে ‘শহীদ’ দাবি করা হয় এবং সরকার বিরোধী বিভিন্ন বিষয় লেখা রয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।