রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ স্থগিত

রাঙামাটিতে পাহাড়িদের বাড়িঘরে হামলাকারীদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে লাগাতার অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার থেকে চারদিন স্থগিত করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 02:40 PM
Updated : 24 Dec 2014, 02:40 PM
বুধবার নানিয়ারচর ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া না হলে ২৯ ডিসেম্বর থেকে পুনরায় সড়ক অবরোধ শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত ১৬ ডিসেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আনারস বাগান নিয়ে বিরোধের জেরে পাহাড়িদের অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনার প্রতিবাদে পরদিন থেকে লাগাতার সড়ক অবরোধ শুরু করে নানিয়ারচর ভূমি রক্ষা কমিটি।