বড়পুকুরিয়ায় কয়লা বিক্রি শুরু

কয়েক মাস উৎপাদন ও বিক্রি বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়ায় খনি থেকে কয়লা বিক্রি শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 02:03 PM
Updated : 24 Dec 2014, 02:03 PM

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) জেনারেল ম্যানেজার হাবিব উদ্দিন আহমেদ জানান, বিক্রির জন্য টাকা জমা নেওয়া শুরু হয়েছে বুধবার। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রাখা হয়েছে। আগে আসলে আগে পাবেন নীতিতে প্রতি আবেদনের বিপরীতে একশ মেট্রিক টন কয়লা বিক্রি শুরু হয়েছে।

খনিতে এখন কয়লা উৎপাদন অব্যাহত রয়েছে এবং প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন হচ্ছে।

এই হারে উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বড়পুকুরিয়া কয়লা খনিতে এ বছরের ১০ মে ভূগর্ভে নিয়ন্ত্রণহীন পানির প্রবাহের কারণে ১২০৫ নং কোল ফেইজ থেকে কয়লা উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে ১২১২ নং কোল ফেইজ তৈরি করে অক্টোবর থেকে আবার কয়লা উত্তোলন শুরু করে খনি কর্তৃপক্ষ।