তিন ঘাটের ইজারা বাতিলের সিদ্ধান্ত

যাত্রী হয়রানি বন্ধ ও সেবার মান উন্নয়নে আগামী অর্থবছর থেকে কাওড়াকান্দি, কাঁঠালবাড়ি ও মঙ্গলমাঝি ঘাটে ইজারা প্রথা থাকবে না বলে জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 12:11 PM
Updated : 24 Dec 2014, 12:11 PM

বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ‘বিআইডব্লিউটিএ কর্তৃক বিভিন্ন ঘাট পরিচালনা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীয়তপুরের মঙ্গলমাঝি এবং মাদারীপুরের কাঁঠালবাড়ি ও কাওড়াকান্দি ঘাটে ইজারা প্রথা বাতিল করা হলেও সরকারের রাজস্ব আদায়ে কোনো অসুবিধা হবে না।

“রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবা বৃদ্ধি এবং ইজারাদারদের অত্যাচার থেকে যাত্রী সাধারণ রক্ষা পাবে।”

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার।