ফেনীতে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি

ফেনীর সোনাগাজী পৌর এলাকায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 10:02 AM
Updated : 24 Dec 2014, 10:02 AM

পুরিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে চরগণেশ এলাকার বক্সআলী ভুঞাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মামালাল লটু করেছে।

এদিকে একই রাতে উপজেলার দুটি পৃথক স্থান থেকে পুলিশ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

সেনাসদস্য আবদুর রব ওরফে নাসা মিয়া জানান, মধ্যরাতে সোনাগাজী মডেল থানার পুলিশ পরিচয় দিয়ে তাদের দরজা খুলতে বলে।

দরজা না খোলায় ১২/১৩ জনের একদল মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ভিতরে ঢোকে। পরে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে।

তার দাবি, ডাকাতরা এসময় ঘরের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৫ হাজার টাকা, ৩টি দামি মোবাইল ফোন সেট, ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ১০ লাখ টাকার মামালাল লটু করে নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, ক্ষতিগ্রস্ত আবদুর রব বাদী হয়ে বুধবার সকালে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ একাধিক ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

উপজেলার মতিগঞ্জ এলাকা থেকে ইকবাল হোসেনকে (২২) এবং আমরিবার এলাকার বাদামতলী বাজার থেকে চাপাতিসহ দেলোয়ার হোসেন পামেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

বুধবার আদালতে হাজির করলে তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান ওসি।