জাসদ নেতা শাহজাহান সিরাজকে স্মরণ

এরশাদ বিরোধী আন্দোলনে নিহত জাসদ ছাত্রলীগ নেতা শাহজাহান সিরাজকে স্মরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 07:18 PM
Updated : 22 Dec 2014, 07:18 PM

সিরাজের ৩০তম মৃত্য বার্ষিকীকে সোমবার ‘শহীদ শাহজাহান সিরাজ সংসদের’ উদ্যোগে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা হয়েছে।

জাসদ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও শহীদ শাহজাহান সিরাজ সংসদের সভাপতি আজিজুর রহমান সিদ্দিকী আরিফ এতে সভাপতিত্ব করেন।

১৯৮৪ সালের ২২ ডিসেম্বর ধর্মঘট চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে পুলিশের গুলিতে তৎকালীন রাবি শাখা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজ মারা যান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, শহীদ শাহজাহান সিরাজ সংসদের সদস্য সচিব আইয়ূব আলী খান ছাড়াও জাসদ ছাত্রলীগের নেতারা সভায় বক্তব্য দেন।