সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 05:04 PM
Updated : 22 Dec 2014, 05:05 PM

গণভবনে সোমবার সন্ধ্যায় বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

“আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতির মতো আমাদের মাথা উঁচু করে চলতে হবে।”

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “সকলে মিলে যেন উৎসবমুখর পরিবেশে উৎসব পালন করতে পারি- সে পরিবেশ যেন বজায় থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে।”

খ্রিস্টান সম্প্রদায়কে ‘শুভেচ্ছা’ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন করুন।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বড়দিনের কেক কাটেন।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের নেতৃত্বে সকলে আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করতে।  

শেখ হাসিনা বলেন, “সকল ধর্মের মূল কথা মানবতা। মানুষের জন্য আত্মত্যাগের চেয়ে বড় কিছু নেই।”

ধর্মমন্ত্রী মতিউর রহমান, বাংলাদেশের আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও অনুষ্ঠানে বক্তব্য দেন।