টাঙ্গাইলে বুধবারের হরতাল স্থগিত

টাঙ্গাইলে বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছে জেলা অসামাজিক কার্যকলাপ ও বিদআত প্রতিরোধ কমিটি।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 04:16 PM
Updated : 22 Dec 2014, 04:16 PM

সোমবার টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে কমিটির নেতৃবৃন্দ এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির সভাপতি মওলানা আবদুল আজীজ জানান, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হরতালে জনগণের জানমালের ক্ষতি হতে পারে আশঙ্কায় বৈঠকে বুধবারের হরতাল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনকর্মীদের ফিরে আসা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারাও হাই কোর্টে যাবেন বলে জানান তিনি।

টাঙ্গাইলে যৌনকর্মীদের পুনর্বাসনের মাধ্যমে তাদের পেশা বন্ধ করার দাবিতে গত ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা মিছিলে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বুধবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল সংগঠনটি।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজা যৌনকর্মীদের পক্ষে রিট আবেদন করলে গত ৯ ডিসেম্বর হাই কোর্ট টাঙ্গাইল যৌনপল্লী থেকে যৌনকর্মীদের উচ্ছেদ না করার আদেশ দেয়।

এছাড়া সামাজিকভাবে তাদের হয়রানি না করারও আদেশ দেওয়া হয়।

এই আদেশ পেয়ে গত ১৫ ডিসেম্বর রাত থেকে যৌনকর্মীরা সেখানে ফিরতে শুরু করেছেন।